একুশে জুলাই তৃণমূলের জলসা, তীব্র কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও

  • একুশে জুলাই সমাবেশকে কটাক্ষ করলেন মুকুল
  • জলসা করে তৃণমূল, দাবি বিজেপি নেতার
  • শহিদ স্মরণের অনুষ্ঠানে কেন খুঁটি পুজো, প্রশ্ন তুলে কটাক্ষ
/ Updated: Jul 16 2019, 02:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একুশে জুলাইকে তৃণমূলের বার্ষিক জলসা বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার নবদ্বীপে দলীয় একটি অনুষ্ঠানে গিয়ে এভাবেই তৃণমূলের শহিদ সমাবেশকে কটাক্ষ করলেন মুকুল রায়। তাঁর অভিযোগ, একুশে জুলাইয়ের মঞ্চের সামনে এখন থাকে বলিউড এবং টলিউডের তারকারা। আর শহিদ পরিবারের সদস্যদের ঠাঁই হয় মঞ্চের এক কোণায়। 

ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চের জন্য সোমবার খুঁটি পুজো করে কাজ শুরু করে তৃণমূল কংগ্রেস।  সেই প্রসঙ্গ টেনে মুকুল বলেন, 'গত কয়েক বছর ধরে একুশে জুলাইয়ের মঞ্চের খুঁটি পুজো করা হচ্ছে। এখন তো একুশে জুলাই জলসায় পরিণত হয়েছে। ২০১১-তে পাগলু পাগলু নাচ হয়েছে। আজকের একুশে জুলাই আর সেই একুশে জুলাই নেই।আগে তো কোনও দিন শহিদ স্মরণ করতে খুঁটি পুজো করতে হয়নি। খুঁটি পুজো হয় আনন্দ উৎসবে। একুশে জুলাইটাও এখন সেরকমই হয়ে গিয়েছে।'