'বাংলার সবথেকে অশিক্ষিত মুখ্যমন্ত্রী মমতা', এনআরসি নিয়ে তীব্র কটাক্ষ মুকুলের, দেখুন ভিডিও

  • এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুল রায়ের
  • রাজীব কুমার ইস্যুতেও নিশানা করলেন মমতাকে
     

/ Updated: Sep 15 2019, 06:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। এ দিন বীরভূমে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাড়িতে গিয়ে মুকুল বলেন, 'এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলা আগে কোনওদিন দেখেনি। আমরা প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি। এত অশিক্ষিত মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা। এনআরসি-র পুরো অর্থ কী উনি জানেন? পৃথিবীর কোনও দেশ আছে যেখানে এনআরসি নেই? মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।'

 শুধু তাই নয়, রাজীব কুমার ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মুকুল রায়। তিনি প্রশ্ন করেন, রাজীব কুমারকে আড়াল করার জন্য কেন মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? তাঁর আরও প্রশ্ন, রাজীব কুমারকে নিয়ে এত ভয়ের কী আছে? এ দিন বীরভূম থেকেই জেলা প্রশাসনের কর্তাদেরও হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়। তিনি বলেন, পনেরো মাস পরেই নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে যাবে। তখন আর এই আধিকারিকদের নির্বাচন কমিশন পদে রাখবে না বলেও সতর্ক করে দেন মুকুল।