পুরভোটে জয়ের আনন্দে ৩৬ হাজার রসগোল্লা বিতরণ

পুরভোটে জয়ের আনন্দে রসগোল্লা বিতরণ। ৩৬ হাজার রসগোল্লা বিতরণ মধ্যমগ্রাম পুরসভার ৮ নং ওয়ার্ডে। সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুভাষ বন্দ্যোপাধ্যায়। জয়ের আনন্দে বাড়ি বাড়ি গিয়ে রসগোল্লা বিতরণ করেন তিনি। রবিবার সকালে তিনি সবার বাড়িতে মিষ্টি পৌঁছে দেন।

/ Updated: Mar 07 2022, 04:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২ মার্চ ছিল পুরভোটের ফল ঘোষণা। পুরভোটে (Municipal Elections) ১০৮ পুরসভার মধ্যে ১০২ পুরসভায় জয় হয় তৃণমূলের (Trinamool congress)। তৃণমূলের জয়ের আনন্দে মেতেছিল গোটা বাংলার তৃণমূলের কর্মীন-সমর্থকরা। পুরনির্বাচনে জেতার পর ৩৬ হাজার রসগোল্লা বিতরণ করলেন মধ্যমগ্রাম পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী সুভাষ বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩ হাজারের ও বেশি বাড়ি রয়েছে। জেতার আনন্দে প্রত্যেক বাড়িতে  দিয়ে মিষ্টিমুখ করালেন বিজয়ী কাউন্সিলর। ভালো নাম সুভাষ ব্যানার্জি এলাকায় ভূতো দা নামেই বেশি পরিচিত। অকৃতদার এই রাজনৈতিক ব্যক্তিত্বের দল এবং সাংগঠনিক কর্মী ও এলাকার মানুষ সবার সঙ্গেই আত্মিক সম্পর্ক। জেতার আনন্দে দল নির্বিশেষে সবার বাড়িতে মিষ্টি পৌঁছে দেন রবিবার সকাল থেকে। পরিবার পিছু দশটি করে রসগোল্লা পেয়ে অনেকেই খুশি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধীদলের ভোটারদের বাড়িতেও পৌঁছলো মিষ্টির প্যাকেট।