পটাশপুরে শুভেন্দুর বক্তব্য ঘিরে নয়া ইঙ্গিত, শুরু হয়েছে নানান রাজনৈতিক জল্পনা
- পটাশপুরে শুভেন্দুর বক্তব্য ঘিরে নয়া ইঙ্গিত
- শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা
- তাঁর কথায় তিনি তুলে আনলেন নেত্রীকেও
- 'নেত্রী বললে আমি লড়াই করে দেবো' বললেন তিনি
পটাশপুরে শুভেন্দুর বক্তব্য ঘিরে নয়া ইঙ্গিত। সেখানে গিয়ে অনেক কথায় শোনা গেল তাঁর মুখ থেকে। 'নেত্রী বললে আমি লড়াই করে দেবো', মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে দিলেন শর্তের ইঙ্গিতও। ক্ষমতার দম্ভ যারা দেখাচ্ছেন তাঁদের সঙ্গে নেই শুভেন্দু, সেটাও এদিন বুঝিয়ে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। শুভেন্দু এদিন টেনে আনেন ২০০৯ সালে তাঁর ভোটের ব্যবধান। সেবার তিনি ১৭২০০০ ভোটে জয় পেয়েছিলেন। শুভেন্দু বলেন ২০১৪ সালে এই ব্যবধান আরও বাড়ে। শুভেন্দু বলেন এই ভোটে জয়ের ব্যবধান ছিল ২৫০০০০। শুভেন্দুর এই ইঙ্গিতবহ বার্তা আসলে মমতাকে উদ্দেশ্য করে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।