নতুন বছরে নতুন নিয়ম, বর্ধমানের টোটো যন্ত্রণা কি কমবে, দেখুন ভিডিও

  • বর্ধমান শহর জুড়ে টোটোর দাপট
  • নতুন বছর থেকে নয়া নিয়ম চালু
  • টোটো চালকদের নিয়মে বাঁধার চেষ্টা প্রশাসনের

/ Updated: Dec 30 2019, 05:37 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় চলাচলকারী টোটোগুলিকে নিয়মে বাঁধতে এবার কড়া পদক্ষেপের পথে জেলা পুলিশ এবং প্রশাসন। নতুন বছর থেকেই এই নিয়ম মানতে হবে টোটো চালকদের। বর্ধমান শহরে টোটোর দাপটে পথে চলাই দুষ্কর হয়েছে সাধারণ মানুষের। কার্যত কোনও নিয়মের তোয়াক্কা না করেই টোটোগুলি চলাচল করে বলে অভিযোগ। পুলিশের নিষেধ থাকলেও জি টি রোডের মতো ব্যস্ত রাস্তাতেও টোটো চলাচল করছে। ফলে তৈরি হচ্ছে তীব্র যানজট। যাতায়াতের জন্য প্রয়োজনে লাগলেও টোটোচালকদের নিয়ম না মানার এই প্রবণতায় বিরক্ত সাধারণ মানুষও। 

নতুন নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি থেকে টোটোর বদলে ই রিকশা চালানো বাধ্যতামূলক হচ্ছে। ই রিকশা চালকদের লাইসেন্স থাকাও বাধ্যতামূলক। ই রিকশার স্ট্যান্ড এবং রুট নির্দিষ্ট করে দেওয়া হবে। জি টি রোডেও টোটো চলাচল নিষিদ্ধ হবে। জেলাশাসকের দফতর থেকে ই রিকশার রেজিস্ট্রেশন এবং চালকের লাইসেন্স দেওয়া হবে। সব সময় গাড়িতেই যাবতীয় কাগজপত্র রাখতে হবে। লাইসেন্স দেওয়ার আগে চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে। পঞ্চায়েত এবং পুরসভা এলাকার ই রিকশার রংও আলাদা করা হবে। বর্ধমান শহরেই মোট ১৪ হাজার মতো টোটো রয়েছে বলে খবর। তার মধ্যে হাজার দেড়েক বাদে সবই অবৈধ বলে দাবি প্রশাসনের।