রাস্তার পাশে জঙ্গলে বস্তার মধ্যে কাঁদছিল সদ্যজাতটি
রাস্তার ধারে জঙ্গল থেকে উদ্ধার সদ্যোজাত শিশু কন্যা। হালিশহর পাঁচমাথা শিবদাসপুর এলাকার ঘটনা। কর্তব্যরত একজন সিকিউরিটি গার্ড সদ্যজাত শিশুটির কান্নার আওয়াজ পান
এর পরেই তিনি পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে বস্তার মধ্যে পুড়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে জেঠিয়া থানার পুলিশ এসে বাচ্চাটিকে নিয়ে যায়।