Asianet News BanglaAsianet News Bangla

নববধূকে পেঁয়াজ উপহার দিলেন স্বামীর বন্ধুরা, দেখুন ভিডিও

Dec 5, 2019, 2:30 PM IST

বিয়ে তো নাহয় হল। কিন্তু শ্বশুরবাড়িতে এসে সদ্য বিবাহিতা স্ত্রী যদি মাংস খেতে চান! পেঁয়াজের অগ্নিমূল্যে রীতিমতো আতঙ্কে ভুগছিলেন এক যুবক। মুশকিল আসান করলেন তাঁর বন্ধুরাই। বিয়ের আসরে নববধূর হাতে এক প্যাকেট পেঁয়াজ তুলে দিলেন তাঁরা।  ঘটনাটি ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি।  ভিডিও থেকে শুধু জানা গিয়েছে, নববধূর নাম শ্রাবণী।  কিন্তু ওই নবদম্পতির বাড়ি কোথায়? সে সম্পর্কে কোনও তথ্য এখনও জানা যায়নি। সত্যি কথা বলতে, এখন বিয়েতে পেঁয়াজ উপহার দেওয়াটা ট্রেন্ড। আর এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই।  দিন কয়েক আগেই বিয়ে করেছেন বর্ধমানের রাজগঞ্জের বাসিন্দা সঙ্গীতা কুণ্ডু। তাঁর বিয়ের আসরেও এক প্যাকেট পেঁয়াজ নিয়ে হাজির হন বন্ধুরা। উপহার হিসেবে সেই প্যাকেটটি তুলে দেওয়া হয় সঙ্গীতার হাতে।