এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'পাপ্পু' বলে কটাক্ষ করলেন রাজু বিস্তা
গতকাল মালবাজারের সভা মঞ্চ থেকে বিজেপির নেতা-বিধায়ক এবং সংসদদের বাড়ি ঘেরাও-এর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা
গতকাল মালবাজারের পিএফ-ইএসআই ইস্যুতে সভা মঞ্চ থেকে বিজেপির নেতা-বিধায়ক এবং সংসদদের বাড়ি ঘেরাও-এর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | আজ চা বাগান ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজু বিস্তা | তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'পাপ্পু' বলেও কটাক্ষ করলেন | এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন রাজু বিস্তা | এর পাশাপাশি পিএফ ইস্যুতে তিনি জানান'মালিকেরা বদমাইশি করে অনেক সময় টাকা জমা করেন না' |