SSC News : 'এবার আপনাদের আন্দোলন প্রত্যাহার করে নিন' সাংবাদিক সন্মেলনে বললেন শিক্ষামন্ত্রী

'এবার আপনাদের আন্দোলন প্রত্যাহার করে নিন' সাংবাদিক সন্মেলনে বললেন শিক্ষামন্ত্রী। এদিন ব্রাত্য বসু বলেন, 'আদালতের নির্দেশে, SSC ইস্যুতে নিয়মের ব্যতিক্রম আছে কিনা, এখনও খতিয়ে দেখা হচ্ছে। আদলতের নির্দেশে এই ধরণের সমস্ত ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে, তার ফলে যে শূন্য পদ সৃষ্টি হবে, ওয়েটিং প্যানেলের অর্থাৎ অপেক্ষমান মেধা তালিকার ক্রমানুসারে নিয়োগ করার জন্য কমিশন প্রস্তুত আছে। আমাদের সরকার মহামান্য আদালতের মতোই চাইছেন, সমস্ত জটিলতা অত্যন্ত দ্রুত কাটিয়ে, দ্রুত এবং সদর্থক নিষ্পত্তি তাড়াতাড়ি হোক। 

/ Updated: Sep 27 2022, 07:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ রাখছি, আপনারা দেখেছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পদ সৃষ্টি করতে চেয়েছেন। এবং সেই পদ অনুযায়ী আদালতে তথ্য জানাচ্ছে SSC। তাহলে সেই সদিচ্ছার উপর ভরসা রেখে আপনারা , আপনাদের আন্দোলন প্রত্যাহার করে নিন। বাড়িতে আত্মীয় স্বজনের কাছে ফিরে যান, আসন্ন দুর্গা পুজোয় , পরিবার এবং আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটান।'