Nusrat school visit: স্কুল খুলতেই বসিরহাটে নুসরত, ঘুরে দেখলেন স্কুল-কলেজ

দীর্ঘ কুড়ি মাস পর রাজ্য শিক্ষা দপ্তরের সুপারিশ অনুযায়ী কোভিড প্রটোকল মেনে পুনরায় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।  ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। স্কুল-কলেজ খোলার পর বসিরহাটের তারকা সাংসদ মঙ্গলবার বসিরহাটে যান। সেখানকার স্কুল এবং কলেজ পরিদর্শনে যান নুসরত জাহান। মা হওয়ার পর আবারও প্রশাসনিক কর্মসূচিতে দেখা গেল তাঁকে। এদিন নুসরত বলেন, 'আবার জীবন স্বাভাবিক ছন্দে এগোবে'। করোনা বিধি মেনে ক্লাস হচ্ছে কী না তা ঘুরে দেখেন তিনি। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলেন নুসরত। এদিন প্রথমে তিনি যান বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে, সেখানে গিয়ে একটি স্বল্প সময়ের বৈঠক করেন তারপর মহকুমাশাসক দপ্তরের পার্শ্ববর্তী বসিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে বসিরহাট কলেজে গিয়ে সেখানেও কোভিড সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

Share this Video

দীর্ঘ কুড়ি মাস পর রাজ্য শিক্ষা দপ্তরের সুপারিশ অনুযায়ী কোভিড প্রটোকল মেনে পুনরায় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। স্কুল-কলেজ খোলার পর বসিরহাটের তারকা সাংসদ মঙ্গলবার বসিরহাটে যান। সেখানকার স্কুল এবং কলেজ পরিদর্শনে যান নুসরত জাহান। মা হওয়ার পর আবারও প্রশাসনিক কর্মসূচিতে দেখা গেল তাঁকে। এদিন নুসরত বলেন, 'আবার জীবন স্বাভাবিক ছন্দে এগোবে'। করোনা বিধি মেনে ক্লাস হচ্ছে কী না তা ঘুরে দেখেন তিনি। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলেন নুসরত। এদিন প্রথমে তিনি যান বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে, সেখানে গিয়ে একটি স্বল্প সময়ের বৈঠক করেন তারপর মহকুমাশাসক দপ্তরের পার্শ্ববর্তী বসিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে বসিরহাট কলেজে গিয়ে সেখানেও কোভিড সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

Related Video