Asianet News BanglaAsianet News Bangla

পরকীয়ায় বাঁধা শাশুড়ি, খুন করলো বৌমা ও তার পুরোহিত প্রেমিক

Oct 10, 2020, 8:36 PM IST

শাশুড়ি খুনে অভিযুক্ত বৌমা। ২৪ ঘন্টার মধ্যেই দাসপুর প্রৌঢ়া খুনে কিনারা করলো পুলিশ। পরকীয়াতে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি। তাই সুযোগ পেয়েই তাঁকে খুন করলেন বৌমা ও তাঁর পুরোহিত প্রেমিক। শুক্রবার দুপুরে খুন হয়েছিলেন মৌসুমি গোস্বামী (৫৯) নামের এক প্রৌঢ়া। গলা কাটা অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর রক্তাত্ব দেহ। সেই খুনেরই কিনারা করলো দাসপুর থানার পুলিশ। সূত্রের খবর, হুসেনবাজারের বাসিন্দা নিমাই গোস্বামী তাঁর স্ত্রী মৌসুমী গৌস্বামী ছেলে বৌমা ও ৬ বছরের নাতনী এক সঙ্গেই থাকতেন৷ শুক্রবার দুপুরে নিমাই বাবুর ছেলে রোজকার মতই কাজে বেড়িয়ে গিয়েছিলেন৷ তার পরেই নিমাইবাবু পুজো করার জন্য পুরোহিতকে খোঁজ করলে বৌমা সৌস্মিতা গোস্বামী জানিয়েছিলেন পুরোহিত আজ আসবেনা, তিনি নিজেই যেন পুজো করে নেন৷  সেই মতো তিনি দীর্ঘক্ষন ধরে বাড়ির তিন তলাতে পুজো করছিলেন, যার ফলে নীচে কি হচ্ছে তা তিনি টের পাননি৷ পুজো সেরে নীচে নামার সময় দোতলায় বৌমা ও নাতনীকে খাওয়ার জন্য ডেকে একতলায় চলে আসেন৷ এর পরে ঘরে ঢুকেই তিনি দেখতে পান তাঁর স্ত্রী মৌসুমি গোস্বামী মেঝেতে পড়ে আছেন আর ঘর ভেসে যাচ্ছে রক্তে৷ তাঁর চেঁচামেচিতা সকলে পাড়ার লোক চলে আসে সেখানে৷ ততক্ষনে মৃত্যু হয়েছিল বৃদ্ধার মৌসুমি দেবীর৷ এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। আর তদন্তে নামার ২৪ ঘন্টার মধ্যেই সামনে এল সত্যিটা।

Video Top Stories