১১৯ বছরের বৃদ্ধের মৃত্যুতে তাসা, ডিজে বাজিয়ে শেষকৃত্যে দেড়শো নাতি নাতনির উল্লাস

বৃদ্ধের শেষকৃত্যে চলল ডিজে, তাসা বাজিয়ে তুমুল নাচ। মৃত্যুতে শোকের বদলে এক অন্য ছবি ধরা পড়ল হাবরায়। ১১৯ বছরের বৃদ্ধের মৃত্যুতে তাসা, ডিজে বাজিয়ে শেষকৃত্যে দেড়শো নাতি নাতনির উল্লাসের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার হাবরা থানার কুমড়া পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায়। এমনকি মৃতদেহ কাঁধে তুলেও চলল নাচ। ১১৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে যাত্রা করলেন দেবেন হাজরা৷ 

Share this Video

বৃদ্ধের শেষকৃত্যে চলল ডিজে, তাসা বাজিয়ে তুমুল নাচ। মৃত্যুতে শোকের বদলে এক অন্য ছবি ধরা পড়ল হাবরায়। ১১৯ বছরের বৃদ্ধের মৃত্যুতে তাসা, ডিজে বাজিয়ে শেষকৃত্যে দেড়শো নাতি নাতনির উল্লাসের ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার হাবরা থানার কুমড়া পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায়। এমনকি মৃতদেহ কাঁধে তুলেও চলল নাচ। ১১৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে যাত্রা করলেন দেবেন হাজরা৷ 

Related Video