উত্তর ভারতে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটক, মৃত ১ আহত ২৪

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ৭৪ জন যাত্রী বাসে করে উত্তর ভারতে বেড়াতে যায়, আগ্রার কাছে  দুর্ঘটনার কবলে বলে বাসটি | নিতাই ভান্ডারী নামে এক যাত্রীর মৃত্যু হয়. নিতাই ভান্ডারীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে  রায়দিঘিতে | 

/ Updated: Sep 27 2022, 10:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ৭৪ জন যাত্রী বাসে করে উত্তর ভারতে বেড়াতে যায়,  আগ্রার কাছে যাত্রীবাহী এই বাসটি যখন যাচ্ছিল পিছন থেকে একটা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে, এরপর  নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি । গাড়ির মধ্যে থাকা ২৪ জনের মতো যাত্রী জখম হয় ও একজনের মৃত্যু হয়, নিতাই ভান্ডারীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রায়দিঘিতে | ইতিমধ্যে বিডিও প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে ওই আহত এবং মৃত ব্যক্তিদের আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন