মেছেদা মাছের আড়তে পদ্মার ইলিশ, দাম শুরু ৮০০ থেকে

চলতি বছরের ইলিশের (Hilsa fish) মরশুম প্রথম থেকেই তেমন দেখা মেলেনি ইলিশের। তবে কিছুদিন আগে থেকেই ভারতে পদ্মার ইলিশ আসতে শুরু করেছে। এবার মেছেদা মাছের আড়তে দেখা গেলপদ্মার ইলিশ। এই ইলিশ এখন হাসি ফুটিয়েছে ভোজনরসিক বাঙালিদের মুখে। সূত্রের খবর সেখানে কয়েক টন ইলিশ এসেছে। সেখানে ৮০০ থেকে দাম শুরু ইলিশের ১ কেজির দাম পড়বে ১০০০ টাকা দেড় কেজির দাম ১৫০০।
 

/ Updated: Sep 27 2021, 07:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চলতি বছরের ইলিশের (Hilsa fish) মরশুম প্রথম থেকেই তেমন দেখা মেলেনি ইলিশের। তবে কিছুদিন আগে থেকেই ভারতে পদ্মার ইলিশ আসতে শুরু করেছে। এবার মেছেদা মাছের আড়তে দেখা গেলপদ্মার ইলিশ। এই ইলিশ এখন হাসি ফুটিয়েছে ভোজনরসিক বাঙালিদের মুখে। সূত্রের খবর সেখানে কয়েক টন ইলিশ এসেছে। সেখানে ৮০০ থেকে দাম শুরু ইলিশের ১ কেজির দাম পড়বে ১০০০ টাকা দেড় কেজির দাম ১৫০০।