Elephant at Salboni: ভোর থেকে হাতির তাণ্ডব, আতঙ্ক শালবনির পাথরী গ্রামে
বৃহস্পতিবার ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির পাথরী গ্রাম সংলগ্ন এলাকাতে হাতির তাণ্ডবে ছড়িয়েছে আতঙ্ক। হাতির তান্ডবে ক্ষতি হয়েছে একাধিক চাষের জমিতে। হস্তিশাবক নিয়েই চাষের জমিতে ধান খেতে দেখা যায় হাতির পালটিকে। গত দুই সপ্তাহ ধরে শালবনি ও মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকাতে পাকা ধানের জমিতে দাপিয়ে বেড়ায় হাতির দলটি। সম্প্রতি আরও একটি দলকে মানিক পাড়ার দিকে পাঠাতে সক্ষম হয়েছে বনদফতর (Forest department। তবে শালবনিতে উনিশটি হাতির একটি দলকে এখনও তাড়াতে পারেনি বনদফতরের কর্মীরা। দলে হস্তিশাবক থাকায় তাড়াতে গেলে সমস্যা হতে পারে সেই কথা ভেবেই বনদফতরের কর্মীরা তাড়াতে পাড়ছেনা হাতির দলটিকে। এই দলের হাতিগুলি বৃহস্পতিবার ভোর থেকে পাথরী গ্রাম সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায়। গ্রামের পাশে থাকা সবজির জমি এবং ধানের জমিতে নেমে ফসল খেয়ে নষ্ট করে। হাতির তান্ডবে ভোর থেকেই আতঙ্কের পরিবেশ গ্রামের বাসিন্দাদের মধ্যে।
বৃহস্পতিবার ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির পাথরী গ্রাম সংলগ্ন এলাকাতে হাতির তাণ্ডবে ছড়িয়েছে আতঙ্ক। হাতির তান্ডবে ক্ষতি হয়েছে একাধিক চাষের জমিতে। হস্তিশাবক নিয়েই চাষের জমিতে ধান খেতে দেখা যায় হাতির পালটিকে। গত দুই সপ্তাহ ধরে শালবনি ও মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকাতে পাকা ধানের জমিতে দাপিয়ে বেড়ায় হাতির দলটি। সম্প্রতি আরও একটি দলকে মানিক পাড়ার দিকে পাঠাতে সক্ষম হয়েছে বনদফতর (Forest department। তবে শালবনিতে উনিশটি হাতির একটি দলকে এখনও তাড়াতে পারেনি বনদফতরের কর্মীরা। দলে হস্তিশাবক থাকায় তাড়াতে গেলে সমস্যা হতে পারে সেই কথা ভেবেই বনদফতরের কর্মীরা তাড়াতে পাড়ছেনা হাতির দলটিকে। এই দলের হাতিগুলি বৃহস্পতিবার ভোর থেকে পাথরী গ্রাম সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায়। গ্রামের পাশে থাকা সবজির জমি এবং ধানের জমিতে নেমে ফসল খেয়ে নষ্ট করে। হাতির তান্ডবে ভোর থেকেই আতঙ্কের পরিবেশ গ্রামের বাসিন্দাদের মধ্যে।