'এবার আমাকেও মারতে পারে' নিরাপত্তাহীনতায় ভুগছেন পানিহাটির কাউন্সিলর মীনাক্ষী দত্ত

নিরাপত্তাহীনতায় ভুগছেন পানিহাটির কাউন্সিলর মীনাক্ষী দত্ত। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মীনাক্ষী দেবী। মুখ্যমন্ত্রী ও অভিষক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা করেছেন মীনাক্ষী দত্ত। মঙ্গলবার হাসপাতাল থেকে ফিরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন। সোমবার বাপি পণ্ডিত জামিন পাওয়ার প্রতিবাদে বিটি রোডে অবরোধ চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন মীনাক্ষী দত্ত । প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়েই তিনি ওই পদক্ষেপ করেছিলেন বলে জানান নিহত কাউন্সলিরের স্ত্রী।

/ Updated: Aug 31 2022, 03:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তিনি বলেন , 'আমার স্বামীকে যেভাবে মারা হয়েছে এবং চারমাস পর অপরাধী ছাড়া পেয়ে গেল, এবার আমাকেও মারতে পারে। আমি মরে গেলে আমার সন্তান দুটোও মরে যাবে। তাই আমি ওই পদক্ষেপ করেছি।' বাপি পণ্ডিত যে হাইকোর্টে মামলা করেছে, সে ব্যাপারে তাঁদের জানানো হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন মীনাক্ষী দত্ত। কাউন্সিলর বলেন, 'আমাদের কিছু জানানো হয়নি। পুরোটাই প্রশাসনের গাফিলতি। এরকম যদি হয়, কাউকে মেরে চারমাসে ছাড়া পেয়ে যায় তাহলে তো যে কেউ অপরাধ করবে।' 'এখনও উচ্চ নেতৃত্বের উপর ভরসা রাখছি। কী হয় দেখা যাক! পরে আমি আমার সিদ্ধান্ত নেব।'