করোনা আবহেই অঙ্গদান করে আবারও নজির গড়ল এক পরিবার

  • করনা আবহে যেন এক আলোর দিশা
  • আবার অঙ্গদানের ঘটনা
  • বাবা করলেন ছেলের অঙ্গদান
  • পারিবারের সদস্যদেরও পেয়েছেন সমর্থন

Share this Video

ভাটপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাচ মন্দির এলাকার বাসিন্দা একত্রিশ বছরের সংগ্রাম ভট্টাচার্য পেশায় ছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শুক্রবারে জাগুলিয়া এলাকায় এক পথ দুর্ঘটনায় বিশেষভাবে আহত হন তিনি। প্রথমে সরকারি হাসপাতালে ও পরে বেসরকারি এক নার্সিংহোমে চিকিৎসাধিন ছিলেন তিনি। তবে কোনওরকম অবস্থার উন্নতি হয়নি তাঁর উলটে অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ। অবশেষে সেই বেসরকারি হাসপাতালেই ব্রেন ডেথ হয় তাঁর। এরপরেই মৃতার বাবা ছেলের অঙ্গদানের সিদ্ধান্ত নেন। পরিবারেরও সায় ছিল তাঁর এই সিদ্ধান্তে। এমনকি সংগ্রামের বাবা সুশীম ভট্টাচার্য্য জানান বেঁচে থাকতে এমনটাই নাকি চেইতেন তাঁর ছেলেও। সিদ্ধন্ত নেওয়ার পরে আর দেরি করেননি সুশীম বাবু। চোখ, লিভার, কিডনি, হার্ট এবং পিল দান করার সিদ্ধান্ত নেন তাঁরা। তাদের এই মহান সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তাদের পরিবার পরিজন থেকে শুরু করে তাদের এলাকার মানুষেরাও। শোকের মধ্যেও যেন এক আলোর আশা দেখতে পাচ্ছে সংগ্রামের পরিবার কারণ তাদের ছেলে না থাকলেও তাঁর অঙ্গগুলো বেঁচে থাকবে অন্য কারোর শরীরের মধ্যে দিয়ে।

Related Video