বিমল গুরুং-এর হাত আর একবার কেন ধরল তৃণমূল, অবস্থান ব্যাখ্যায় বিজেপি-কে আক্রমণ পার্থর

  • বিমল গুরুং ইস্যুতে বিজেপি-কে আক্রমণ পার্থর
  • বিজেপি-র বিরুদ্ধে রাজ্যের ঐক্যকে ভাঙার অভিযোগ 
  • বিভাজনের রাজনীতি বিজেপি-র নীতি, অভিযোগ পার্থর 
  • গুরুং-কে সুযোগ দিয়ে সরকার বিশেষ বার্তা দিচ্ছে বলে দাবি
/ Updated: Oct 23 2020, 10:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিমল গুরুং ইস্যুতে বিজেপি-কে তুলোধনা করলে পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি-র বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ এনেছেন তিনি। তাঁর অভিযোগ, বিভাজনের রাজনীতি বিজেপি-র নীতি। এই বিমল গুরুং-কে-ই বিজেপি দিল্লি নিয়ে গিয়েছিল সরকারের সঙ্গে কথা বলাতে। গুরুং-কে নিয়ে বিজেপি এখন যা করছে তা আসলে নাটক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যকে টুকরো হওয়ার হাত থেকে রক্ষা করছে। তাই বিমল গুরুং-কে ফের মূলস্রোতে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন সরকারের লক্ষ। বিমল গুরুং-কে নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন পার্থ। তিনি অভিযোগ করে বলেন বিভাজনের রাজনীতি বিজেপি-র নীতি। আর বাংলার বুকে সেই কাজ তারা করতে চাইছে।  রাজ্য সরকার এমন সব প্রচেষ্ঠাকে ব্যর্থ করবে বলেও তিনি মন্তব্য করেন।