Asianet News BanglaAsianet News Bangla

রাজ্যপালের মাথা খারাপ বললেন পার্থ চট্টোপাধ্যায়, আর কি বললেন তিনি দেখে নিন এক নজরে

Oct 15, 2020, 7:58 PM IST

বৃহস্পতিবার বেহালার পর্ণশ্রীতে একটি কর্মীসভা আয়োজন হয়েছিল। সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। সুব্রত বক্সী, মালা রায় সহ উপস্থিত ছিলেন নেতা ও কর্মীরাও। সেখানেই রাজ্যপালের মাথা খারাপ বলেন তিনি। এছাড়াও তিনি দুর্গা পুজো নিয়ে হাই কোর্ট এর প্রশ্নের পরিপেক্ষিতে বলেন বিচারকের ওপর তিনি কোনও কথা বলবেন না। দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই চচেতনতার মধ্যে দিয়েই দুর্গা পুজো হবে বলেই তিনি জানান। তিনি এও বলেন উৎসবও চলবে আর করোনাও থাকবে। 
 
 

Video Top Stories