ভাটপাড়ায় বিজেপি-র সাংসদরা, পুলিশের নিরেপক্ষতা নিয়েই প্রশ্ন পার্থর, দেখুন ভিডিও

  • ভাটপাড়ায় গেলেন বিজেপি সাংসদরা
  • ১৪৪ ধারার মধ্যেই এলাকায় বিজেপি-র সংসদীয় দল
  • কীভাবে অনুমতি পেলেন বিজেপি সাংসদরা, প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের
     

/ Updated: Jun 22 2019, 04:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৪৪ ধারা চললেও কীভাবে ভাটপাড়ায় গেল বিজেপি-র সংসদীয় প্রতিনিধি দল ? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, বিজেপি-র উস্কানিতেই ভাটপাড়ায় অশান্তি ছড়াচ্ছে। 

এ দিন সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া, সত্যপাল সিং এবং বি ডি রাম ভাটপাড়ায় গিয়ে বহস্পতিবারের সংঘর্ষে মৃত দুই যুবকের বাড়িতে যান। মৃতদের নিজেদের দলীয় সমর্থক বলে দাবি করেছে বিজেপি। ঘটনাস্থলে গিয়ে পুলিশের মদতে ভাটপাড়ায় অশান্তি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন আহলুওয়ালিয়া। পাল্টা পার্থ চট্টোপাধ্যায় কলকাতায় অভিযোগ করেন, উত্তেজনা ছড়াতেই ভাটপাড়ায় গিয়েছেন বিজেপি সাংসদরা। তাঁর প্রশ্ন, '১৪৪ ধারার মধ্যেই বিজেপি-র কেন্দ্রীয় নেতারা ইন্ধন দিতে গেলে আমরা তো আটকাতে পারি না। এটা পুলিশ, প্রশাসনের দায়িত্ব। পুলিশ ১৪৪ ধারা বলে একজনকে আটকাবে আর অন্যদের যেতে দেবে, এটা তো হতে পারে না।'