লোকাল ট্রেনে পাথর আতঙ্ক, পনেরোটি সেলাই পড়ল যাত্রীর মুখে, দেখুন ভিডিও

  • আবারও লোকাল ট্রেনে পাথর হামলার ঘটনা
  • বনগাঁগামী ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ
  • পাথর লেগে গুরুতর আহত এক যাত্রী

/ Updated: Oct 23 2019, 12:43 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাত্র আট দিনের ব্যবধান। ফের লোকাল ট্রেনে পাথর হামলার শিকার হলেন এক যাত্রী। এবারও সেই শিয়ালদহ- বনগাঁ শাখাতেই চলন্ত ট্রেনে পাথর মারার ঘটনা ঘটল। গুরুতর জখম যাত্রীকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান সহযাত্রীরা। পাথরের আঘাতে ওই যাত্রীর মুখ ফেটে যায়। বেশ কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাঁর মুখে পনেরোটি সেলাই করতে হয়। 

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শিয়ালদহ থেকে বনগাঁগামী একটি ট্রেনে। জানা গিয়েছে, রাত পৌনে দশটা নাগাদ ট্রেনটি মধ্যমগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। একটি পাথর এসে লাগে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা মিহির ঘোষ নামে এক যাত্রীর মুখে। তিনি মধ্যমগ্রাম থেকেই ট্রেনে উঠেছিলেন। সঙ্গে সঙ্গে মুখ ফেটে গলগল করে রক্তপাত শুরু হয় ওই যাত্রীর। সহযাত্রীরা কোনওক্রমে নাকে মুখে রুমাল চাপা দিয়ে পরিস্থিতি সামাল দেন। এর পর ট্রেনটি হাবরা পৌঁছলে মিহিরবাবুকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পেশায় সেলাই কর্মী মাঝ বয়সি ওই যাত্রীর বাড়ি অশোকনগরের পাঁচ নম্বর এলাকায়। যাত্রীদের অভিযোগ, ব্যস্ত সময়ে লোকাল ট্রেনগুলিতে যে পরিমাণ ভিড় হয়, তাতে বাধ্য হয়ে অনেককেই দরজার কাছে দাঁড়াতে হয়। এই অবস্থায় যদি বার বার পাথর হামলার ঘটনা ঘটে, তাহলে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। অভিযুক্তদের চিহ্নিত করে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, সেই অভিযোগও তুলছেন যাত্রীরা। যদিও এ বিষয়ে এখনও পূর্ব রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।