ট্রেন না পেয়ে খড়গপুরে যাত্রী বিক্ষোভ, স্টেশন মাস্টারকে ঘিরে ক্ষোভ


সিএবি নিয়ে রাজ্যের একাধিক জায়গায় চলছে সড়ক ও রেল অবরোধ। নাকাল হচ্ছেন যাত্রীরা। ট্রেন না পেয়ে এবার খড়গপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। রাজ্য জুড়ে বিক্ষোভের জেরে হাওড়ার বদলে খড়গপুর থেকে ইস্পাত এক্সপ্রেস ছাড়ার ঘোষণা করেছিল পূর্ব রেল। সেইমত যাত্রীরা খড়গপুর পৌঁছে জানতে পারেন টাটা নগর থেকে ছাড়বে ট্রেন। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন মাস্টারকে ঘিরে চলতে থাকে ক্ষোভ প্রকাশ। পরে টাটা পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য  লোকাল ট্রেনের ব্যবস্থা করে রেল। তবে এসি কামরার যাত্রীদের প্যাসেঞ্জার ট্রেনে যাতে হওয়ায় ক্ষোভ দানা বাঁধে। তবে টাটা নগর স্টেশবন থেকে তাঁরা আদৌ কানও গাড়ি ধরতে পারবেন কিনা সেই প্রশ্ন তুলছেন যাত্রীরা। অন্যদিকে ফলকনামা এক্সপ্রেসের যাত্রীদের জন্য  ইস্ট কোস্ট এক্সপ্রেসের ব্যবস্থা করা হয়েছে।  

/ Updated: Dec 15 2019, 04:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


সিএবি নিয়ে রাজ্যের একাধিক জায়গায় চলছে সড়ক ও রেল অবরোধ। নাকাল হচ্ছেন যাত্রীরা। ট্রেন না পেয়ে এবার খড়গপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। রাজ্য জুড়ে বিক্ষোভের জেরে হাওড়ার বদলে খড়গপুর থেকে ইস্পাত এক্সপ্রেস ছাড়ার ঘোষণা করেছিল পূর্ব রেল। সেইমত যাত্রীরা খড়গপুর পৌঁছে জানতে পারেন টাটা নগর থেকে ছাড়বে ট্রেন। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন মাস্টারকে ঘিরে চলতে থাকে ক্ষোভ প্রকাশ। পরে টাটা পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য  লোকাল ট্রেনের ব্যবস্থা করে রেল। তবে এসি কামরার যাত্রীদের প্যাসেঞ্জার ট্রেনে যাতে হওয়ায় ক্ষোভ দানা বাঁধে। তবে টাটা নগর স্টেশবন থেকে তাঁরা আদৌ কানও গাড়ি ধরতে পারবেন কিনা সেই প্রশ্ন তুলছেন যাত্রীরা। অন্যদিকে ফলকনামা এক্সপ্রেসের যাত্রীদের জন্য  ইস্ট কোস্ট এক্সপ্রেসের ব্যবস্থা করা হয়েছে।