করোনা ভুলে বিদায় বেলায় শুরু হল মায়ের বরণ, মাস্ক পরেই চলছে সিঁদুর খেলাও

  • মাস্ক পরেই চলছে সিঁদুর খেলা
  • উৎসবের অন্তিম পর্যায়ে মেতেছেন এখন সকলে
  • এমনই ছবি দেখা গেল তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবে
  • এক নজরে দেখে নিন সেখানকার সিঁদুর খেলার ভিডিও
/ Updated: Oct 26 2020, 01:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দুর্গা পুজো বছরে একবারই আসে। আর পুজোর এই কটা দিনের জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকে সারাটা বছর। তবে এবছরের পুজোটা অন্যবারের থেকে একেবারেই আলাদা। অন্যান্য বছর যেখানে মানুষ তাদের সব বিষাদ ভুলে আনন্দে মাতে, এবছর সেখানে পুজোটা একরকম বিষাদেই কাটল সকলের। করোনা এবার সব আনন্দই মাটি করে দিয়েছে যেন এবার। এবার সমস্ত মন্ডপই দর্শক শূণ্য রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর সেই কারণেই দর্শনার্থীরা কোনও মন্ডপে প্রবেশাধিকার পায়নি। এর এই ভাবেই কেটে গেল এবারের পুজো। আর এই পুজোর শেষে বিদায় বেলায় সিঁদুর খেলায় মেতেছেন তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সদস্যরা। পুজো বছরে একবারই আসে। তাই মাস্ক পরেই মা -কে শেষ বিদায় জানাচ্ছেন সকলে। সেই সঙ্গে চলছে মায়ের বরণ ও সিঁদুর খেলাও। করোনা ভয় কাটিয়েই বিদায় বেলার কিছুটা বিষাদ ভুলেই উৎসবে মাতলেন তাঁরা। তবে করোনা বিধি মেনেই চলছে সেখানে সব আচার অনুষ্ঠান।