মকর সংক্রান্তির পূণ্য তিথিতে গঙ্গা স্নান পূণ্যার্থীদের

  • মকর সংক্রান্তির পূণ্য তিথিতে গঙ্গা স্নান 
  • এবারও তার অন্যথা হল না
  • গঙ্গা ঘাটগুলিতে দেখা গেল পূণ্যার্থীদের ভিড়
  • নবদ্বীপ সহ একাধিক গঙ্গা ঘাটে মানুষের ভিড়
  • সেই সঙ্গেই প্রতিটি ঘাটে রয়েছে কড়া নজরদারী  

/ Updated: Jan 14 2021, 02:38 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি আর গঙ্গা স্নান। আর এই গঙ্গা স্নান করতেই ঘাটে ঘাটে দেখা গেল পূণ্যার্থীদের ভিড়। করোনা আবহের মাঝেই চলছে গঙ্গা স্নান। মকর সংক্রান্তি উপলক্ষে নদীয়া নবদ্বীপের সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় দেখা গেল। পাশাপাশি আরও নানান ঘাটেও অনেকেই পুণ্যস্নান গিয়েছেন। প্রতিটি গঙ্গা ঘাটে অসংখ্য মানুষের ভিড়। মহাপ্রভু মন্দির, পোড়ামা মন্দির জন্মস্থান মন্দিরও দর্শন করছেন পর্যটকরা। প্রতিটি ঘাটে রয়েছে পুলিশী নজরদারী।