Asianet News BanglaAsianet News Bangla

আগুনের উপর ঝুলে রয়েছে মাথা, করোনা ভুলেই চড়কে মেতেছে পুরুলিয়া

  • চৈত্র সংক্রান্তি মানেই চড়কের মেলা
  • সেই চড়কেই মেতেছে পুরুলিয়ার সেনেড়া গ্রাম
  • সেখানেই আগুনের উপর ঝুলতে দেখা গেল গ্রামবাসীদের
  • গ্রামবাসীর বিশ্বাস মানত করলেই মিলবে ফল
     
Apr 14, 2021, 1:29 PM IST

চৈত্র সংক্রান্তি মানেই চড়কের মেলা। সেই চড়কেই মেতেছে পুরুলিয়ার সেনেড়া গ্রাম। সেখানেই আগুনের উপর ঝুলতে দেখা গেল গ্রামবাসীদের। সেখানকার গ্রামবাসীদের বিশ্বাস মানত করলেই মিলবে ফল। মানতের ফল পেতেই এমনটা করেন গ্রামবাসীরা। বিজ্ঞান ভুলে অলৌকিক শক্তিতেই ভরসা তাঁদের। দুদিনের এই চড়ক পুজোয় বসে মেলাও। দন্ডী কাটা এবং আগুনের উপর ঝুলে থাকাই এখানকার মূল আকর্ষণ। মুখে মাস্কের বালায় নেই করোনা ভুলেই উৎসবে মেতেছে সেখানকার মানুষ।