বাংলাদেশের পুজোমণ্ডপ ভাঙচুরের ঘটনার প্রতিবাদ মেমারিতে

অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে হানা দেয় দুষ্কৃতীরা। সেই সঙ্গেই হামলা চলে  ইসকন মন্দিরেও। ভেঙে দেওয়া হয় পুজো মন্ডপ, ভাঙচুর চলে ইসকনেও। এই ঘটনারই প্রতিবাদে সরব হয়েছেন গোটা বাংলার মানুষ। সোমবার এরই প্রতিবাদ চলে মেমারির সাতগেছিয়া বাজারে। হিন্দু সংগঠনের পক্ষ থেকে মিছিল করে চলে প্রতিবাদ। মিছিল করে গিয়ে সাতগেছিয়া চৌমাথায় একটি প্রতিবাদ সভায় সকলে যোগদান করেন।
 

Share this Video

অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে হানা দেয় দুষ্কৃতীরা। সেই সঙ্গেই হামলা চলে ইসকন মন্দিরেও। ভেঙে দেওয়া হয় পুজো মন্ডপ, ভাঙচুর চলে ইসকনেও। এই ঘটনারই প্রতিবাদে সরব হয়েছেন গোটা বাংলার মানুষ। সোমবার এরই প্রতিবাদ চলে মেমারির সাতগেছিয়া বাজারে। হিন্দু সংগঠনের পক্ষ থেকে মিছিল করে চলে প্রতিবাদ। মিছিল করে গিয়ে সাতগেছিয়া চৌমাথায় একটি প্রতিবাদ সভায় সকলে যোগদান করেন।

Related Video