পিকআপ ভ্যানে শর্ট সার্কিট,১০ যাত্রীর মৃত্যু
জল্পেশ শিব মন্দিরে যাওয়ার পথে চ্যাংড়াবান্ধা এলাকায় পুণ্যার্থীদের গাড়িতে ডি জে বাজানোর জন্য লাগানো হয়েছিল একটি জেনারেটর। সেখান থেকেই শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা।
গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ১৫-২০ জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে চেপে জল্পেশের দিকে যাচ্ছিলেন। চ্যাংরাবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলে জানিয়েছেন কয়েকজন পুণ্যার্থী। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। চালক অসুস্থদের চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতদের বাড়ি শীতলকুচিতে। ৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।