ক্যামেরার সামনে পোজ দিচ্ছে বিষধর সাপ, ভাইরাল হল ভিডিও

গাছের ডালে জড়িয়ে বিশাল সাদা খরিশ। দেখা মিলল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোড়ামাটির হাটে। আর তাকে দেখেই উৎসাহী জনতার শুরু হয়ে গেল ফটোশ্যুট। সাপ বাবাজীবও অবশ্য একটুও ঘাবড়ালেন না। ছোট্ট গাছের ডালে গা এলিয়ে পুরো মডেলদের মতো পোজ দিয়ে গেলেন। আরা মোবাইল ক্যামেরার ঝলকানি চলতে থাকল একের পর এক। 

Share this Video

গাছের ডালে জড়িয়ে বিশাল সাদা খরিশ। দেখা মিলল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোড়ামাটির হাটে। আর তাকে দেখেই উৎসাহী জনতার শুরু হয়ে গেল ফটোশ্যুট। সাপ বাবাজীবও অবশ্য একটুও ঘাবড়ালেন না। ছোট্ট গাছের ডালে গা এলিয়ে পুরো মডেলদের মতো পোজ দিয়ে গেলেন। আরা মোবাইল ক্যামেরার ঝলকানি চলতে থাকল একের পর এক। 

তবে ভিড় বাড়তেই ফনা তুলে নিজের স্বরূপ দেখাতেই ছত্রভঙ্গ হয় উৎসাহী জনতার দল । স্থানীয়দের কাছে দুধে খরিশ হিসাবেই পরিচিত এই সাপ। পরে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Related Video