পুলিশের জালে মোটরবাইক পাচারকারী, মালদহের চাঁচলের ঘটনা
গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কুখ্যাত মোটরবাইক পাচারকারী দুজনকে গ্রেফতার করল পুলিশ
গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কুখ্যাত মোটরবাইক পাচারকারী দুজনকে গ্রেফতার করল পুলিশ | শুক্রবার সন্ধ্যায় পাচারকারীদের গ্রেফতার করে থানায় আনে মালদহের চাঁচল থানার পুলিশ | বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি নম্বর প্লেটহীন মোটরবাইক | পুলিশ জানিয়েছে,ধৃতরা হল হুমায়ন আলী ও রইসুদ্দিন | চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল জানিয়েছেন,ধৃতরা বিহারে পাচার চক্র চালাচ্ছিল কিনা,আরোও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।