বোমার স্তূপে বীরভূম, পুলিশের অভিযানে একদিনেই গ্রেফতার চারশো, দেখুন ভিডিও

  • বীরভূমে দিনভর পুলিশের অভিযান
  • একদিনেই গ্রেফতার চারশো অভিযুক্ত
  • উদ্ধার প্রচুর পরিমাণে বোমা, আগ্নেয়াস্ত্র
     
/ Updated: Jul 07 2019, 12:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বীরভূম জেলা জুড়ে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। শনিবার গোটা জেলা জুড়ে একযোগে অভিযানে নামে পুলিশ। জমে থাকা পুরনো মামলা এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবমিলিয়ে ৩৯৯ জনকে গ্রেফতার করল পুলিশ। নানুর, লাভপুর, দুবরাজপুর, সদাইপুরের মতো বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১২টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়াও আটটি আগ্নেয়াস্ত্র এবং দশ রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং। 

বীরভূমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার বারই অভিযোগ উঠেছে। এবারের লোকসভা নির্বাচনেও স্পষ্ট, বীরভূমে নিজেদের দাপট বাড়াচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে বীরভূম জেলায় নতুন করে রাজনৈতিক সংঘর্ষ এবং এলাকা দখলের আশঙ্কা ছিলই। সেই কারণেই আগেভাগে তৎপর হয়ে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি মজুত করা বোমা, গুলি উদ্ধার করার মতো কড়া পদক্ষেপ নিল বলেই মনে করা হচ্ছে।