লকডাউনে 'গান্ধীগিরি' পুলিশের, হতবাক আইনভঙকারীরা
- আগস্ট মাসে সাপ্তাহিক লকডাউনের শেষদিন
- যথারীতি রাস্তায় পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে
- ধরপাকড় নয়, এবার হাতিয়ার গান্ধীগিরি
- অভিনব ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার ওন্দা
মানুষকে ঘরবন্দি রাখতে তৎপরতায় খামতি ছিল না। তবে ধরপাকড় নয়, চলতি মাসে লকডাউনের শেষদিনে নজর কাড়ল পুলিশের গান্ধীগিরি! হতবাক আইনভঙকারীরাও। বাঁকুড়ার ওন্দার ঘটনা।
করোনা সতর্কতায় সাপ্তাহিক লকডাউন চলছে রাজ্যে। নির্দিষ্ট দিনে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ নজরদারি-ধরপাকড়, এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে সকলেই। লকডাউন ভেঙে সোমবার যথারীতি বাড়ির বাইরে বেরিয়েছিলেন অনেকেই। ধরা পড়ার পর তাঁদের বাড়ি পৌঁছে দিলেন পুলিশকর্মীরাই! শুধু বাড়িতে গিয়ে পরিবারের অন্যদেরও ঘরে থাকার পরামর্শ দেওয়া হল। এমনই ঘটনা ঘটল বাঁকুড়ার ওন্দা। খুশি স্থানীয় বাসিন্দারা।