'জোরকা ঝটকা ধীরে সে লাগে', বিরোধী দলকে বিঁধলেন দিলীপ

অন্যান্য দিনের মতোই সোমবার সকালে ইকোপার্কে দেখা যায় বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতিকে। সেখান থেকেই একাধিক রাজনৈতিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। 'মদন দা মনের কথা বলেছেন', বললেন দিলীপ ঘোষ।
 

Share this Video

অন্যান্য দিনের মতোই সোমবার সকালে ইকোপার্কে দেখা যায় বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সেখান থেকেই একাধিক রাজনৈতিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। 'মদন দা মনের কথা বলেছেন', বললেন দিলীপ ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একই কথা বললেন দিলীপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়েও তাঁকে বিঁধলেন। একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য দিলীপ-এর। 'সমস্ত মানুষ ভারতের নাগরিকত্ব পাবেন'। মতুয়া প্রসঙ্গ নিয়ে বললেন দিলীপ ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন দিলীপ। 'জোরকা ঝটকা ধীরে সে লাগে', বললেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্য নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে এখন রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই নিয়েই শুরু হয় রাজনৈতিক তরজা। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই মন্তব্য দিলীপের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে তৃণমূলকে কটাক্ষ দিলীপের। 

Related Video