অবৈধভাবে জলাশয় ভরাট ঘিরে রাজনৈতিক তরজা, শাসকদলকেই দুষছে বিরোধী দল
- ফের খবরে হরিশচন্দ্রপুর
- এবার অবৈধভাবে জলাশয় ভরাট ঘিরে তরজা
- শাসক ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে
- ঘটনায় শাসক দলকেই দুষছে বিরোধী দল
ফের খবরে হরিশচন্দ্রপুর। এবার অবৈধভাবে জলাশয় ভরাট ঘিরে তরজা। শাসক ও বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে। আইটিআই কলেজের সামনের জলাশয় ভরাট ঘিরে তরজা। শুধু সেখানেই নয় এমনটা ঘটছে আরও অনেক জায়গায়। এমনটাই অভিযোগ তুলেছে স্থানীয়রা। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল। তিনি জানান, এর জন্য প্রয়োজনে আন্দোলন করবেন তাঁরা। এই ঘটনার কথা মেনে নিয়েছে তৃণমূল। তৃণমূলের এতে কোনও হাত নেই, জানিয়েছেন তৃণমূল নেতা। বিরোধী দল মিথ্যে অভিযোগ করছে বলেও জানিয়েছেন তিনি। এই নিয়েই এখন দুই দলের তরজা চরমে।