উপনির্বাচনের পরেই রাজনৈতিক হিংসা, মেদিনীপুরে আগুন- হামলা, দেখুন ভিডিও

  • পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতার সম্পত্তি নষ্ট
  • আগুন লাগানো হল পোলট্রি ফার্মে
  • মারধর করা হয় পাঁচ তৃণমূল কর্মীকেও
  • ঘটনায় অভিযুক্ত বিজেপি
     

/ Updated: Nov 29 2019, 06:52 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উপনির্বাচনে তিনটি আসনেই হারের পরে এবার বিজেপি-র বিরুদ্ধে তৃণমূলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে এবং কেশপুরে। করিমপুর, কালিয়াগঞ্জ ছাডা়ও খড়্গপুর সদর কেন্দ্রে প্রেস্টিজ ফাইটে হারতে হয়েছে বিজেপি-কে। তিন কেন্দ্রের ফলাফল প্রকাশের পরেই বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি উজ্জ্বল দত্তের পোলট্রি ফার্মে একদল লোক আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ৷ অগ্নিকাণ্ডের জেরে ওই ফার্মের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে ৷ ওই তৃণমূল নেতার অভিযোগ, বিজেপি-র সমর্থকরাই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। 

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত ঝেঁতলা গ্রামে বৃহস্পতিবার রাতে বিজয় মিছিল করে ফেরার পথে পাঁচ তৃণমূল কর্মীর উপরে বিজেপি-র কর্মী, সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।