বেহাল রাস্তা, লরিতে পিষে প্রাণ গেল স্কুল ফেরত নাবালিকার
বেহাল রাস্তা, লরিতে পিষে প্রাণ গেল স্কুল ফেরত নাবালিকার। ঘটনাটি হাওড়ার লিলুয়ার ৬৪ নং ওয়ার্ডের। সাইকেলে করে বাড়ি ফিরছিল ওই অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রে খবর সেই ছাত্রীর নাম লক্ষ্মী তুরি। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। লক্ষ্মী যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় গর্তে আচমকাই সাইকেল উল্টে পড়ে যায়। এরপরই পেছনে থাকা লরিটি এসে পিষে দেয় সেই ছাত্রীকে। লরিতে পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীটির। লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। উত্তপ্ত জনতাকে সামলাতে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। এদিকে স্থানীয় জনতা প্রশাসনের ওপরও ক্ষোভ উগরে দিয়েছেন।
বেহাল রাস্তা, লরিতে পিষে প্রাণ গেল স্কুল ফেরত নাবালিকার। ঘটনাটি হাওড়ার লিলুয়ার ৬৪ নং ওয়ার্ডের। সাইকেলে করে বাড়ি ফিরছিল ওই অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রে খবর সেই ছাত্রীর নাম লক্ষ্মী তুরি। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। লক্ষ্মী যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় গর্তে আচমকাই সাইকেল উল্টে পড়ে যায়। এরপরই পেছনে থাকা লরিটি এসে পিষে দেয় সেই ছাত্রীকে। লরিতে পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রীটির। লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। উত্তপ্ত জনতাকে সামলাতে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। এদিকে স্থানীয় জনতা প্রশাসনের ওপরও ক্ষোভ উগরে দিয়েছেন।