কংগ্রেস কাউন্সিলর খুনে চাই সিবিআই তদন্ত, ঝালদা জুড়ে পড়ল পোস্টার
এবার ঝালদার (Jhalda) কংগ্রেস কাউন্সিলার (congress Councilor) খুনের প্রতিবাদে সিবিআই তদন্তের (CBI Probe) দাবি জানিয়ে শহর জুড়ে পড়ল পোস্টার (Poster)। তদন্ত থেকে আইসিকে (IC) অব্যাহতি দেওয়া হলেও এখনও চেয়ারে কেন, প্রশ্ন তুলেছেন তপন কান্দুর (Tapan Kandu) স্ত্রী থেকে এলাকাবাসী। ঝালদার কংগ্রেস কাউন্সিলার খুন হওয়ার পর পার হয়ে গেছে ১৩দিন (13 days)।
এবার ঝালদার কংগ্রেস কাউন্সিলার খুনের প্রতিবাদে সিবিআই তদন্তের দাবি জানিয়ে শহর জুড়ে পড়ল পোস্টার। তদন্ত থেকে আইসিকে অব্যাহতি দেওয়া হলেও এখনও চেয়ারে কেন, প্রশ্ন তুলেছেন তপন কান্দুর স্ত্রী থেকে এলাকাবাসী। ঝালদার কংগ্রেস কাউন্সিলার খুন হওয়ার পর পার হয়ে গেছে ১৩দিন। ঘটনার ৪৮ ঘণ্টা পর তপন কান্দুর ভাইপো তথা ঝালদা শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কান্দু গ্রেপ্তার হলেও এখনও এই ঘটনার মূল খুনি অধরা।
এরই মাঝে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঝালদা শহর জুড়ে পড়েছে পোস্টার। পোস্টারে লেখা "জাস্টিস ফর তপন কান্দু, CBI তদন্ত চাই"। পোস্টার প্রসঙ্গে ঝালদা শহরবাসি জানান, পোস্টার দিয়ে ঠিকই হয়েছে। যে পোস্টার দিয়েছে হয়তো নিজের আগ্রহে দিয়েছে। পোস্টারের দাবি ন্যায্য। ঘটনার এতদিন পরেও সিবিআই তদন্ত হল না কেন? তপন কান্দুর হত্যা কাণ্ডে সিট গঠন, সিআইডির তদন্ত বা একজনের গ্রেফতারে এখনও খুশি নন তপন কান্দুর পরিবার। তার স্ত্রী পূর্ণিমা কান্দু, ভাইপো মিঠুন কান্দুরা একটাই কথা বলে আসছেন।