সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর ঝাড়ফুঁক
মালদহের ভুতনি এলাকায় কুসংস্কারের ছায়া, সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর চলল ঝাড়ফুঁক। বুধবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের ভুতনি থানার বাললিটোলা গ্রামে। যদিও পরে গোটা বিষয়টি জানাজানি হতেই পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মালদহের ভুতনি এলাকায় কুসংস্কারের ছায়া, সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর চলল ঝাড়ফুঁক। বুধবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের ভুতনি থানার বাললিটোলা গ্রামে। যদিও পরে গোটা বিষয়টি জানাজানি হতেই পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। অসুস্থ ওই গৃহবধূর নাম শ্যামলী মন্ডল, স্বামী শ্যামল মন্ডল, বাললিটোলা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা, শরীরে রক্তের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত। বুধবার সকালে পরিবারের তরফে গুনিন কে ডেকে চলে গৃহবধূর ওপর ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকে নাকি সুস্থ হচ্ছে ওই গৃহবধূ এমনই দাবি পরিবারের। রীতিমতো নিম পাতা ও জল দিয়ে চলে গৃহবধূর ওপর গুনিনের ঝাড়ফুঁক।তবে ঝাড়ফুঁকের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। এ প্রসঙ্গে অসুস্থ গৃহবধূর বাবা নিখিল মন্ডল জানান, মেয়েকে চিকিৎসক দেখানো হলেও শরীর সুস্থ হচ্ছে না। কিন্তু ঝাড়ফুঁক করা হলে শরীর আবার সুস্থ থাকছে বলে দাবি তার। তাই এমন ঝাড়ফুঁক করাচ্ছেন তারা। বর্তমান সমাজেও এমন ঘটনা অবেক করেছে সকলকেই।অন্যদিকে ভুতনি থানার পুলিশ ঘটনায় জড়িত ওঝা সঞ্চয় ভগদ কে আটক করে ভুতনি থানায় নিয়ে যায়।