Ghatal Jawad update: জাওয়াদের প্রভাবে জলচ্ছ্বাসের সম্ভাবনা, ঘাটালে শুরু মাইকিং

ঘূর্ণিঝড় জাওয়াদের দোসর ভরা কোটাল। ভরা কোটাল-ঘূর্ণিঝড়ের প্রভাবে জলচ্ছ্বাসের সম্ভাবনা। সাধারণ মানুষকে সতর্ক করতে তৎপর প্রশাসন। মানুষকে সতর্ক করতে শনিবার ঘাটালে শুরু হয় মাইকিং।
 

Share this Video

ঘূর্ণিঝড় জাওয়াদের দোসর ভরা কোটাল। ভরা কোটাল-ঘূর্ণিঝড়ের প্রভাবে জলচ্ছ্বাসের সম্ভাবনা। সাধারণ মানুষকে সতর্ক করতে তৎপর প্রশাসন। মানুষকে সতর্ক করতে শনিবার ঘাটালে শুরু হয় মাইকিং। মেদিনীপুরের স্পর্শকাতর এলাকা ঘাটাল ও খড়্গপুর মহাকুমা, এনডিআরএফ টিম মাইকিং শুরু ঘাটালে। গত বর্ষায় চারবার প্লাবিত হয়েছে ঘাটাল। খড়্গপুর মহাকুমার বিস্তীর্ণ এলাকা অতি বর্ষণে প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সাম্ভাব্য ঝড় বৃষ্টিতে ওই দুই মহাকুমার সবথেকে বেশি ক্ষতি হতে পারে এমন ধরে নিয়েই প্রস্তুতি রাখা হয়েছে। জেলায় আসা এন ডি আর এফ এর টিম কে ভাগ করে ওই দুই মহাকুমা তে রাখা হয়েছে। শনিবার বিকেল থেকে জাওয়াদ নিয়ে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় মাইকিং প্রচার এনডিআরএফ ও মহকুমা প্রশাসনের। এলাকাবাসীকে সতর্ক করতে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ও এনডিআরএফ এর সদস্যরা ঘাটাল চন্দ্রকোনা দাসপুরের প্রত্যেকটি এলাকায় মাইকিং করে সচেতন করা শুরু করছেন।

Related Video