Howrah: ভরা কটাল-ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় জলস্ফীতির সম্ভাবনা, হাওড়ায় জারি কড়া সতর্কতা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিপদের সম্ভাবনা আছে। সর্তক হাওড়া জেলা প্রশাসন। শনিবার বিকালে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে দেখা গেল এনডিআরএফ টিম মাইকে প্রচার করছে। মূলত নদীর ধারে যারা বসবাস করেন তারা যেন নদীতে না নামেন মাইকে সতর্ক করছেন। 

/ Updated: Dec 04 2021, 08:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ঘূর্ণিঝড় জাওয়াদের দোসর ভরা কোটাল। ভরা কোটাল-ঘূর্ণিঝড়ের প্রভাবে জলস্ফিতির সম্ভাবনা। শনিবার বিকালে শুরু শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে প্রচার। এনডিআরএফ টিম মাইকে প্রচার শুরু করে। হাওড়ায় এনডিআরএফ মোট ১৮ টি টিম কাজ করছেঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিপদের সম্ভাবনা আছে। সর্তক হাওড়া জেলা প্রশাসন। শনিবার বিকালে শিবপুরের (Shibpur) রামকৃষ্ণপুর ঘাটে দেখা গেল এনডিআরএফ টিম মাইকে প্রচার করছে। মূলত নদীর ধারে যারা বসবাস করেন তারা যেন নদীতে না নামেন মাইকে সতর্ক করছেন। এর পাশাপাশি ঝড় বৃষ্টির সময় যাতে লোকজন ঘরের বাইরে না বেরোন তা বলা হচ্ছে। এর পাশাপাশি গাছের তলায় অথবা ইলেকট্রিক পোষ্টের সামনে না যান তা মাইকে প্রচার করছেন বাহিনী। এনডিআরএফ এর সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার কোরা জানিয়েছেন হাওড়াতে মোট ১৮ টি টিম কাজ করছে। আগামী দু-তিন দিনের মধ্যে যতক্ষণ না আবহাওয়ার উন্নতি হচ্ছে ততক্ষণ তারা মানুষকে সতর্ক করার কাজ করবেন।