৪ নির্দল সমর্থক গ্রেফতার, থানার সামনে অবস্থান বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

৪ নির্দল সমর্থককে গ্রেফতার। বনগাঁ থানার সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ শুরু হয়। ভোটে রিগিংয়ে বাধা দেওয়ার কারণেই গ্রেফতার দাবি স্থানীয়দের। ৪ যুবকের মুক্তির দাবিতে চলতে থাকে বিক্ষোভ।

/ Updated: Mar 04 2022, 08:43 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২৭ ফেব্রুয়ারি ছিল ১০৮ পুরসভায় ভোট। ২ মার্চ তারই ফল ঘোষণা হয়েছে। এই ভোটের দিন একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসে। ভোটের দিন বনগাঁ থানার ১৮ নম্বর ওয়ার্ডেও হিংসার ঘটনা ঘটেছিল। সেই অভিযোগে ৪ নির্দল কর্মীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ৷ বৃহস্পতি বার রাতে তাদের পূর্ব পাড়া এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বনগাঁ থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছে পূর্ব পাড়া এলাকার মহিলা পুরুষেরা। তাদের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটা করা হচ্ছে। ভোটের দিন ভোট লুট করতে এসেছিল বহিরাগত দুষ্কৃতীরা। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিহত করেছিল নির্দল সমর্থকরা। যুবকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷ প্রসঙ্গত, এবার ১৮ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস জয়লাভ করেছে, তারই সমর্থকদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ৷