Mamata Banerjee : ‘পুজো আসছে, চা-বিস্কুট-তেলেভাজা-ঘুঘনি নিয়ে বসে যান, পরামর্শ মুখ্যমন্ত্রীর

‘পুজো আসছে, চা-বিস্কুট-তেলেভাজা-ঘুঘনি নিয়ে বসে যান’, কারিগরি শিক্ষার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পরামর্শ। খড়্গপুর স্টেডিয়ামে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে কারিগরি শিক্ষায় সফলদের নিয়োগ পত্র বিতরণের সভায় একাধিক কর্মসংস্থানের দিশা দিলেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে ফের চপ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহের পরামর্শ দিলেন তিনি। 'রাস্তায় কাশফুল পড়ে থাকে। বিনামূল্যে সেই ফুল তুলে নিয়ে দিয়ে, তা দিয়ে বালিশ-লেপের মতো পণ্য তৈরি করা যেতে পারে। অনেকেই কাশফুলের লেপ-তোষক পছন্দ করেন' বলে দাবি করেছেন তিনি। 

/ Updated: Sep 15 2022, 06:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

‘পুজো আসছে, চা-বিস্কুট-তেলেভাজা-ঘুঘনি নিয়ে বসে যান’, কারিগরি শিক্ষার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পরামর্শ। খড়্গপুর স্টেডিয়ামে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে কারিগরি শিক্ষায় সফলদের নিয়োগ পত্র বিতরণের সভায় একাধিক কর্মসংস্থানের দিশা দিলেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে ফের চপ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহের পরামর্শ দিলেন তিনি। 'রাস্তায় কাশফুল পড়ে থাকে। বিনামূল্যে সেই ফুল তুলে নিয়ে দিয়ে, তা দিয়ে বালিশ-লেপের মতো পণ্য তৈরি করা যেতে পারে। অনেকেই কাশফুলের লেপ-তোষক পছন্দ করেন' বলে দাবি করেছেন তিনি।