সামান্য একটা বচসার জন্য এইরকম পরিণতি কেউ ভাবতেই পারেনি! শোকের ছায়া গোটা এলাকায়
বর্ষবরণের রাতে বক্স বাজানো নিয়ে চরম বিবাদে খুন হতে হয় এক যুবককে। ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপদানি এলাকায়। মৃতের নাম ওমপ্রকাশ রাজভর।
বর্ষবরণের রাতে বক্স বাজানো নিয়ে চরম বিবাদে খুন হতে হয় এক যুবককে। ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপদানি এলাকায়। মৃতের নাম ওমপ্রকাশ রাজভর। সূত্রের খবর গতকাল রাতে মাঠে ফুটবল প্রতিযোগিতা ছিল। খেলা শেষ হলেও তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ। এর জেরে সমস্যা হওয়ায় রাত সাড়ে এগারোটা নাগাদ মাঠে গিয়ে ওই বক্স বন্ধ করে দেন ওমপ্রকাশ। এই নিয়ে বিবাদের সৃষ্টি। রোহিত বেনবনসি নামে এক ব্যক্তি কয়েকজনকে নিয়ে ওই মাঠে যায় ও একটি ছুরি দিয়ে ওমপ্রকাশকে একাধিকবার আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ওমপ্রকাশকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত রোহিত বেনবনসিকে গ্রেফতার করে।