শাস্তিতেও গান্ধীগিরি, বর্ধমানে অন্যদের সতর্ক করছেন ট্রাফিক আইন ভাঙা চালক, দেখুন ভিডিও

  • পূর্ব বর্ধমান জেলা পুলিশের অভিনব উদ্যোগ
  • ট্রাফিক আইন ভাঙা চালককে অভিনব শাস্তি
/ Updated: Aug 18 2019, 07:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ট্রাফিক নিয়ম না মেনেই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ। অন্যান্য ক্ষেত্রে সিগনাল বাজেয়াপ্ত করে বা মোটা টাকা জরিমানা করেই চালককে শাস্তি দেয় পুলিশ। পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ অবশ্য এবার অবাধ্য এক চালককে শিক্ষা দিতে তাঁকেই ট্রাফিক সচেতনতার কাজে নামাল। বর্ধমান থেকে আরামবাগগামী রাস্তায় প্রতিদিন দু' ঘণ্টা করে অন্যান্য গাড়ির চালকদের সতর্ক করছেন শেখ সইফুদ্দিন নামে ট্রাফিক আইন ভঙ্গকারী এক চালক। ২৫ দিন ধরে এই কাজটাই করতে হবে তাঁকে। গাড়ি থামিয়ে সব চালকদেরই তিনি বলছেন, ট্রাফিক আইন না মানলে তাঁর মতোই শাস্তি পেতে হবে।

আউশগ্রামের কয়রাপুরের বাসিন্দা ট্রাক চালক শেখ সইফুদ্দিন। গত ৬ অগাস্ট দ্রুত গতিতে ট্রাক নিয়ে যাচ্ছিলেন বর্ধমান আরামবাগ রোড ধরে। গাড়ির দ্রুত গতি থাকায় কর্তব্যরত সেহারাবাজার ট্রাফিক পুলিশের ওসি সুকুমার মণ্ডল সইফুদ্দিনের গাড়ি চালানোর লাইসেন্স বাজেয়াপ্ত করে। এরপর এসডিপিও অভিযুক্ত চালককে এই অভিনব শাস্তি দেন। শেখ সইফুদ্দিন নামে ওই চালক জানিয়েছেন, এই ঘটনায় তিনি বড় শিক্ষা পেয়েছেন। তিনি নিজে যেমন কখনও আর অতিরিক্ত গতিতে গাড়ি যেমন চালাবেন না, তেমনই অন্য চালকদেরও তিনি নিষেধ করবেন।