পিকনিকে সাউন্ড বক্সের দাপাদাপি, জঙ্গল ছেড়ে লোকালয়ে বেড়িয়ে এল অজগর

বড়দিন উপলক্ষে আর সবার মচ জঙ্গলমহলের বাসিন্দারাও উৎসবে গা ভাসিয়েছেন। চলছে পিকনিক, গান বাজনা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের সিজুয়া গ্রামে এই অতি আনন্দের ফল আবার বিরুপ দেখা দিল। গ্রাম ছেড়ে  সাউন্ড বক্স নিয়ে এলাকার যুবকেরা জঙ্গলে ঢুকেছিল পিকনিক করতে। উৎসাহী যুবকরা নিজেদের মধ্যে শুরু সাউন্ড প্রতিযোগিতা। আর এই বিকট শব্দে সিজুয়ার জঙ্গল থেকে পাশের গ্রামে ঢুকে পড়ে একটি বিশাল বড় অজগর।

Share this Video

বড়দিন উপলক্ষে আর সবার মচ জঙ্গলমহলের বাসিন্দারাও উৎসবে গা ভাসিয়েছেন। চলছে পিকনিক, গান বাজনা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের সিজুয়া গ্রামে এই অতি আনন্দের ফল আবার বিরুপ দেখা দিল। গ্রাম ছেড়ে সাউন্ড বক্স নিয়ে এলাকার যুবকেরা জঙ্গলে ঢুকেছিল পিকনিক করতে। উৎসাহী যুবকরা নিজেদের মধ্যে শুরু সাউন্ড প্রতিযোগিতা। আর এই বিকট শব্দে সিজুয়ার জঙ্গল থেকে পাশের গ্রামে ঢুকে পড়ে একটি বিশাল বড় অজগর। আতঙ্কিত গ্রামবাসীরা সাপটিকে মেরে ফেলে। একইরকম ভাবে আরও কয়েকটি স্থানেও শেয়ালের মত কয়েকটি প্রাণিকে ঢুকতে দেখা গেছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। 

Related Video