বানভাসি ডুয়ার্স! রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় বাসিন্দারা

দক্ষিণবঙ্গের মানুষ এখনও বৃষ্টি থেকে বঞ্চিত। উত্তরবঙ্গের চিত্রটি ঠিক উল্টো। বেশ কিছু এলাকায় বানভাসি অবস্থা।  ডুয়ার্সে টানা বৃষ্টির জেরে রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন  হয়েছে।

Share this Video

দক্ষিণবঙ্গের মানুষ এখনও বৃষ্টি থেকে বঞ্চিত। উত্তরবঙ্গের চিত্রটি ঠিক উল্টো। বেশ কিছু এলাকায় বানভাসি অবস্থা। ডুয়ার্সে টানা বৃষ্টির জেরে রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। ফলে ডুয়ার্সের সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে অনেকটাই। বুধবার রাত থেকে অস্বাভাবিক বৃষ্টির ফলে একটি পিলার ভেঙে পড়ে, যার জন্যই রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। রাস্তায় ২-৩ ফুট পর্যন্ত জল জমে যায় বলেও জানান এলাকার বাসিন্দারা। রেল যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে এলাকায় পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে রেল যোগাযোগ ব্যবস্থা।

Related Video