ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল দিয়ে অবশেষে চালু রেল পরিষেবা

ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল দিয়ে অবশেষে চালু রেল পরিষেবা। ৫.৫৫ নাগাদ পার্সেল ভ্যান নিয়ে দুর্ঘটনাগ্রস্থ লাইনে সচল পরিষেবা। প্রায় ৪৮ ঘন্টা ধরে চলে লাইন মেরামতির কাজ। মেরামতির পর এদিন সন্ধ্যায় ট্রেন চালু হওয়ায় খুশি রেলের কর্মীরা।

/ Updated: Jan 15 2022, 08:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল দিয়ে অবশেষে চালু রেল পরিষেবা। ৫.৫৫ নাগাদ পার্সেল ভ্যান নিয়ে দুর্ঘটনাগ্রস্থ লাইনে সচল পরিষেবা। প্রায় ৪৮ ঘন্টা ধরে চলে লাইন মেরামতির কাজ। মেরামতির পর এদিন সন্ধ্যায় ট্রেন চালু হওয়ায় খুশি রেলের কর্মীরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার ময়নাগুড়িতে ঘটে ভয়াবহ রেল দুর্ঘটনা। ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে যায় পাটনা-গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় মোট ১২ টি যাত্রীবোঝাই বগি। দুর্ঘটনায় মৃত্যু হয় মোট ৯ জনের। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয় তদন্ত। শুক্রবার ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। প্রাথমিকভাবে ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটিকে চিহ্নিত করা গিয়েছে বলেই ময়নাগুড়িতে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় জানান রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে ট্রেনের চালক জানান, 'হঠাৎ ঝাঁকুনি অনুভব করি' এরপরেই এমারজেন্সি ব্রেক দিয়েই তিনি ট্রেন থামান বলেও জানান। 'সম্পূর্ণ তদন্তের পরই তবে জানা যাবে দুর্ঘটনার সঠিক কারণ। তবে ইতিমধ্যেই সেই পথে চালু হয়েছে পরিষেবা।