ডায়নার জঙ্গল থেকে উদ্ধার বিরল প্রজাতির সিভেট ক্যাট
ডুয়ার্সে এবার বিরল প্রজাতির সিভেট ক্যাট উদ্ধার। বিরল প্রজাতির সিভেট ক্যাট উদ্ধার হল ডায়নার জঙ্গল থেকে। বুধবার বিকেলে খুনিয়া ও ডায়না রেঞ্জের বন কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। সেটিকে কেউ ফাদে ফেলার চেষ্টা করেছিল কিনা তা বন দফতর খতিয়ে দেখছে।
শীতের শুরু থেকেই ডয়ার্সের কখনও দেখা যাচ্ছে ভালুক, কখনও আবার দেখা মিলছে হাতির। ডুয়ার্সে এবার বিরল প্রজাতির সিভেট ক্যাট উদ্ধার। বিরল প্রজাতির সিভেট ক্যাট উদ্ধার হল ডায়নার জঙ্গল থেকে। বুধবার বিকেলে খুনিয়া ও ডায়না রেঞ্জের বন কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। সেটিকে কেউ ফাদে ফেলার চেষ্টা করেছিল কিনা তা বন দফতর খতিয়ে দেখছে। ডায়না রেঞ্জের রেঞ্জার প্রণব দাস বলেন, সিভেট ক্যাটটিকে লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বুধবার বিকেলে খুনিয়া ও ডায়না রেঞ্জের বন কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করেন। সেটিকে কেউ ফাদে ফেলার চেষ্টা করেছিল কি না তা বন দপ্তর খতিয়ে দেখছে, কারণ সেখানে একটি ঝোপের মাঝেই দেখা যায় সিভেট ক্যাটটিকে। ডায়না রেঞ্জের রেঞ্জার প্রণব দাস এনিয়ে বলেন, প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে বেড়ালটিকে, পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে।