বিরল প্রজাতির রেড কোরাল সাপ উদ্ধার জলপাইগুড়িতে
বুধবার গভীর রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন কাঠের ব্রিজ এলাকার এক জনের বাড়ি থেকে উদ্ধার করা হয় রেড কোরাল সাপটিকে
বুধবার গভীর রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন কাঠের ব্রিজ এলাকার এক জনের বাড়ি থেকে উদ্ধার করা হয় রেড কোরাল সাপটিকে | রেড কোরাল সাপটি নিরবিষ সাপ, মানে এর কোন বিষ নেই | সাধারণ মানুষের মধ্যে সাপটিকে নিয়ে ভীতি থাকলেও বিষ না থাকার কারনে ক্ষতি হয়না | এই প্রজাতির সাপ জলপাইগুড়ি, কুচবিহার, আসামের কিছু অঞ্চলে দেখা মেলে