দশ কেজির বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মালদহের চাঁচলে

গ্রামের একটি পুকুরে এই বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পান নুরজামাল| বৃহস্পতিবার দুপুরে চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনারায় গ্রামে উদ্ধার হয় কচ্ছপটি|ধূসর আকারের কচ্ছপটির ওজন প্রায় ১০ কেজি হবে
 

/ Updated: Jun 17 2022, 11:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গ্রামের একটি পুকুরে এই বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পান নুরজামাল |বৃহস্পতিবার দুপুরে চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনারায় গ্রামে উদ্ধার হয় কচ্ছপটি |ধূসর আকারের কচ্ছপটির ওজন প্রায় ১০ কেজি হবে| গ্রামের সচেতন মানুষ  কচ্ছপটি উদ্ধার করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের খবর দেন | উদ্ধার করার পর বন দপ্তরকে ডেকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বাসিন্দারা | স্থানীয় বাসিন্দা নূরজামাল বলেন,পুকুরে মাছ ধরছিলাম,হঠাৎ নজরে আসে কচ্ছপটি,উদ্ধার করে জলভর্তি মাটির পাত্রে রাখি।