বাঁ হাত দিয়েই সই করে চাকরিতে যোগ দিলেন কেতু গ্রামের রেণু
সন্দেহের বশে হাত কেটে দিয়েছিল স্বামী। এবার একটি হাত নিয়েই জীবন সংগ্রাম শুরু রেণুর। রেণুর মর্মান্তিক ঘটনা জানার পরই মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন রেণু নার্সের চাকরি পাবে। আজ পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য আধকারিক ভবনে গিয়ে কাজে যোগ দিল রেণু। চাকরি পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলো রেণু।
পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেখা করে কাজে যোগ দেবার প্রয়োজনীয় কাগজপত্রে বাম হাতেই সই করেন রেনু। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রনব রায় বলেন, ‘রেনু খাতুন স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই আমার অফিসে জেএনএম পদে যোগ দিয়েছেন। ওনার বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে পরবর্তী কোন নির্দেশ না আসা অবধি আপাতত উনি এখানে থেকেই কাজ করবেন।